জেলা

মেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে গঙ্গাসাগরে পৌঁছলেন সুজিত বসু

মেলার অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে গঙ্গাসাগরে পৌঁছলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু । কোনওরকমের অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে প্রশাসনের তরফে সেই বিষয়ে ইতিমধ্যে আঁটসাঁটো ব্যবস্থা নেওয়া হয়েছে। দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপণের জন্য আরও বেশি সংখ্যক বাইক ব্যবহার করা হবে। বাইকে একইসঙ্গে জল ও ফোম বহন করা যাবে। ফলে মেলায় যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে সেই বিশেষ বাইক। এছাড়া মেলার জন্য অস্থায়ী আরও ১১টি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সাগরের বিভিন্ন পয়েন্টে এই স্টেশনগুলি করা হয়েছে।