বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনই পাথর হামলা হয় বন্দে ভারত এক্সপ্রেসে। এই হামলা প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। তাই তড়িঘড়ি নিরপত্তা বাড়ানোতে জোর দিয়েছে পূর্ব রেল। এরই মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার মুহূর্তের ছবি এবার প্রকাশ্যে এল। ট্রেনের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই পাথর ছোড়ার মুহূর্তের ছবি। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে। আর সেই সূত্রেই সামনে এসেছে রেলের বয়ানে অসঙ্গতিও। অর্থাৎ, পাথর মারার ঘটনা এ রাজ্যের নয়। বন্দে ভারত এক্সপ্রেসে হামলায় বিহার যোগ? রেলের ভিডিও অনুযায়ী, হামলার সময় বন্দে ভারত এক্সপ্রেস ছিল ধূলাবাড়ির কাছে। সেই জায়গা বিহারের মধ্যে পড়ে। রেল শুরুতে জানিয়েছিল, দুপুর ১.২০ মিনিটে হামলার ঘটনা ঘটেছিল। যদিও রেলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ঘটনা ঘটেছে দুপুর ১২.৫৫ মিনিটে। সেই সময় ট্রেন ছিল বিহারের ধূলাবাড়ি ও মানগুরজানের মধ্যে। অর্থাৎ, হামলার ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে। বন্দে ভারত ট্রেনে মঙ্গলবার পাথর ছোঁড়ার ঘটনা বিহারে ঘটেছে, এ কথা বৃহস্পতিবার রেলের তরফে জানিয়ে দেওয়ার পর মুখ পুড়েছে বিজেপির। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে রেল পুলিশ। রাজ্যের একাধিক বিজেপি নেতা দাবি করছিলেন বাংলায় সন্ত্রাসবাদীরা এই হামলা করেছে। কিন্তু রেলের তরফে সিসিটিভি ফুটেজ সামনে এনে দাবি করা হয়েছে ঘটনাটি ঘটেছে বিহারের মধ্য দিয়ে বন্দে ভারত যাওয়ার সময়।