শেষমেশ অপেক্ষার অবসান। প্রকাশ্যে ‘পাঠান’-এর ট্রেলার। রহস্য-রোমাঞ্চ, অ্যাকশন, রোম্যান্স, দেশপ্রেমে ঠাসা ট্রেলার এক্কেবারে জমজমাট। বছর পাঁচেক বাদে পর্দায় প্রত্যাবর্তন করছেন শাহরুখ। আর ফিরলেনও প্রায় ডঙ্কা বাজিয়ে! ভয়ঙ্কর আক্রমণের হাত থেকে ভারতমাতাকে বাঁচানোর লড়াইয়ে শামিল শাহরুখ-দীপিকা। বিনোদনের সব মশালাই এতে ভরপুর। যা দেখে উত্তেজনায় ফুটছেন কিং খান অনুরাগীরা। সমস্ত বিতর্কের আগুনে ঘৃতাহূতি দিয়েই নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিল পাঠান-এর দুর্ধর্ষ ট্রেলার। এজেন্ট পাঠানের ভূমিকায় কয়েক ঝলক কিং খানকে দেখেই অনুরাগীরা উচ্ছ্বসিত। খলনায়কের ভূমিকায় জন আব্রহাম। পর্দায় কিং খানের সঙ্গে তাঁর দ্বৈরথ নজর কাড়ল। তবে দীপিকা পাড়ুকোনও কিছু কম যান না। সিক্রেট মিশনে কিং খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গিয়েছেন। অ্যাকশন দৃশ্যেও তুখড় পাঠান নায়িকা। বলিউডের কোনও অভিনেত্রীকে এযাবৎকাল এমন ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। শেষপাতে বলা ভাল, বছর পাঁচেক বাদে শাহরুখ খানের প্রত্যাবর্তন যে বক্সঅফিস কাঁপিয়ে দেবে, তা ট্রেলার দেখেই আন্দাজ করা গেল। গল্পে দেশপ্রেম। আর শত্রুপক্ষের আক্রমণ থেকে ভারতকে বাঁচানোর এই লড়াই যেন সেই নিন্দুকদের প্রতি মোক্ষম উত্তর যারা কিং খানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে অহরহ। পাঠান-এর ট্রেলার, গল্প যেন সেই সমালোচকদের মুখেই পাল্টা ঝামা ঘঁষে দিল। শত্রু দমনের সময়ে কিং খানের মুখে ‘জয় হিন্দ’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এর ট্রেলারের অপেক্ষায় ছিলেন দেশবাসী। ট্রেলার মুক্তি পেতেই অপেক্ষা বেড়ে দ্বিগুণ! কয়েক ঝলক শাহরুখ খানকে দেখে মন ভরেনি কারও। এবার আগ্রহীরা মুখিয়ে ২৫ তারিখের জন্য। মুক্তি পাবে বহুল চর্চিত, বিতর্কিত ছবি ‘পাঠান’।