দেশ

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

উত্তরপ্রদেশের পিলিভিটে এনকাউন্টার ৷ পঞ্জাব ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ এনকাউন্টারে নিহত ৩ খালিস্তানি জঙ্গি ৷ পঞ্জাবের গুরদাসপুরে একটি পুলিশ পোস্টে গ্রেনেড হামলার সঙ্গে যুক্ত ছিল নিহত ৩ জঙ্গি ৷ নিহতদের কাছ থেকে ২টি একে-47 রাইফেল, ২টি Glock পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার জানান, এলাকায় এই ৩ জঙ্গির লুকিয়ে থাকার খবর দেয় পঞ্জাব পুলিশ ৷ সেই খবর অনুযায়ী, সোমবার সকালে তল্লাশি অভিযান শুরু করা হয় ৷ অভিযানের নেতৃত্বে ছিলেন, পিলিভিটের এসপি অবিনাশ পাণ্ডে ৷ প্রথমে নিহতদের আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হয় ৷ কিন্তু, পুলিশি নির্দেশ অমান্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পুলিশের গুলিতে 3 জনের মৃত্যু হয় ৷ জঙ্গিদের গুলিতে আহত হন দুই পুলিশ কনস্টেবল ৷