মালদা

৫৬ লাখ টাকার তছরুপের অভিযোগ তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে

হক জাফর ইমাম, মালদা: মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূরের ঘনিষ্ঠ রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে বিধায়ক তহবিলের প্রায় ৫৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এইবার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে জর্জরিত মালদা তৃণমূল কংগ্রেস। এই মর্মে ইতিমধ্যে রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা জেলা শাসকের কাছে একটি লিখি অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি জানানো হয়েছে রাজ্য নেতৃত্বকেও। শনিবার এক সাংবাদিক বৈঠক করে বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তোলেন রতুয়া ১নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক। তার সাথে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির, স্থানীয় তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন সহ রতুয়া ১নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব। মোহাম্মদ ইয়াসিন এবং হুমায়ুন কবির এই দুই তৃণমূল নেতা কে পাশে বসিয়ে ব্লক সভাপতি ফজলুল হক এদিন অভিযোগ করেন,বিধায়ক সমর মুখার্জি প্রায় ৬৫ লক্ষ টাকা তছরুপের সাথে যুক্ত। বিধায়ক তহবিলের অর্থ দিয়ে রতুয়া মহানন্দা টোলা দেবীপুর অঞ্চলের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বেশ কয়েকটি টিউবওয়েল বসানোর পরিকল্পনা করা হয়। প্রকল্পে প্রতিটি নলকূপের জন্য আশি হাজার টাকা অনুমোদন করা হয়। কিন্তু খাতা কলমে নলকূপের জন্য অর্থ বরাদ্দ হয়ে ব্যয়ও হয়ে যায়। কিন্তু একটিও নলকূপ বা টিউবওয়েল আজও নেই এলাকাতে। এলাকার মানুষের সমস্যা রয়ে গেছে। শুধু এই ঘটনা নয় পিচের রাস্তার ওপর মাটির কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন ব্লক সভাপতি ফজলুল হক রতুয়া বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে। বিধায়ক সমর রায় বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের খতিয়ান নিয়ে বিচারের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। তিনি আরো বলেন সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত লোক সমর মুখার্জি।