দেশ

‘রাহুলের পদযাত্রায় ধর্ষণে অভিযুক্তদের সমর্থক!’ কংগ্রেস থেকে ইস্তফা আইনজীবী দীপিকার পুষ্কর নাথের

জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ পৌঁছনোর আগেই বিতর্ক। টুইটারে ঘোষণা করে কংগ্রেস ছাড়লেন জম্মু-কাশ্মীরে কংগ্রেসের মুখপাত্র এবং কাঠুয়াকাণ্ডের আইনজীবী দীপিকা পুস্কর নাথ। তিনি তাঁর ইস্তফাপত্র প্রদেশ শীর্ষ নেতৃত্ব এবং দিল্লি হাইকম্যান্ডকে পাঠিয়ে দিয়েছেন। ইস্তফায় জানিয়েছেন, কাঠুয়াকাণ্ডে অভিযুক্তদের সমর্থন জানানো প্রাক্তন মন্ত্রী লাল সিংকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি দীপিকার। এর প্রতিবাদ জানিয়েই কংগ্রেস ছাড়ছেন বলে দাবি দীপিকার।  ইস্তফাপত্রে লিখেছেন, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই ২০১৮-তে কাঠুয়ায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। সেই  ঘটনায় জম্মু-কাশ্মীর তো বটেই, গোটা দেশ শিহরিত হয়ে উঠেছিল। লজ্জাজনক হল, ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের পক্ষ নেন লাল সিং। ওই ঘটনাকে হাতিয়ার করে তিনি জম্মু-কাশ্মীরবাসীর মধ্যে বিভাজনের রাজনীতি শুরু করেছিলেন। আর তাঁর মতো একজন নেতা রাহুল গান্ধির ডাকা ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করতে চলেছেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদে আমি  মুখপাত্রের পদে  ইস্তফা দিলাম। এ ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনও রাস্তা ছিল না। জানা গিয়েছে,  লাল সিং একজন দলবদলু নেতা। কংগ্রেস উপত্য়কা থেকে ক্ষমতা হারাতেই তিনি দল বদল করে বিজেপিতে যোগ দেন। সেটা ২০১৪-য়ের ঘটনা। পিডিপি-বিজেপি জোট সরকারের মন্ত্রীও ছিলেন। বিজেপি ক্ষমতা হারাতে  ডোগরা স্বাভিমান সংগঠন পার্টি নাম দিয়ে দল গঠন করেন। কাঠুয়া গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাঁচাতে একটি মিছিল ডাকা হয়েছিল ২০১৮-তে।  অগ্রভাগে ছিলেন লাল সিং।