দেশ

জম্মু-কাশ্মীরের লালচকে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাহুল গান্ধি

ঠিক ৭৫ বছর আগে জম্মু-কাশ্মীরের লালচকে জাতীয় পতাকা তুলেছিলেন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। রবিবার সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি ঘোষণা করলেন রাহুল গান্ধি। সাংবাদিক সম্মেলন করে চিন থেকে শুরু করে কাশ্মীরে শান্তি ফেরানো নিয়ে মোদি সরকারের সমালোচনায় সরব হলেন তিনি। রাহুল গান্ধি বলেন, “কেন্দ্রীয় সরকার বলছে, কাশ্মীরে শান্তি ফিরেছে, তাহলে জম্মু থেকে লালচক পর্যন্ত কেন পদযাত্রা করছেন না স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ?” তাঁর অভিযোগ, কাশ্মীরবাসী কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। এর জন্য রাজ্যের মর্যাদা ফেরানো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার দাবি তোলেন তিনি। তিনি এও বলেন, দেশের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, ভারতের কোনও অংশ দখল করে নেই চিন, এটা মারাত্মক প্রবণতা। তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি কয়েকজন প্রাক্তন সেনা আধিকারিকের সঙ্গে কথা বলেছি। এমন কি, লাদাখের একটি প্রতিনিধি দল পর্যন্ত জানিয়েছে, ভারতীয় ভুখণ্ডের প্রায় ২ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চিন।’