দেশ

বিজেপির প্রার্থীর সঙ্গে মিছিল, ত্রিপুরায় পোলিং অফিসারকে শোকজ নির্বাচন কমিশনের

ভোট কর্মী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু ভোট কর্মীর চেয়েও নিজেকে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে প্রমাণ করার বড্ড তাগাদা ছিল খোয়াইয়ের উচ্চ মাধ্যমিক বিদালয়ের শরীর শিক্ষার শিক্ষক অমর লাল সাহার। সেই তাগিদেই মঙ্গলবার বিজেপি প্রার্থী সুব্রত মজুমদারের মনোনয়ন জমার সময়ে মিছিলে পা মিলিয়েছিলেন। জয় শ্রীরাম স্লোগানও তুলেছিলেন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। ওই বেনজির ঘটনার কথা জানতে পেরেই বিজেপি ভক্ত পোলিং অফিসার অমর লাল সাহাকে শোকজ করেছে নির্বাচন কমিশন।