আগামী ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করা হবে। সরকারি সূত্রে বুধবার এই খবর জানা গিয়েছে। ৮ ফেব্রুয়ারি দুপুরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণের মাধ্যমে বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হবে। পরের দিন প্রথা অনুযায়ী বিভিন্ন ব্যক্তির মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করে অধিবেশন মুলতুবি হয়ে যাবে। ১০ এবং ১৩ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক চলবে বিধানসভায়। ১৪ তারিখ পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় অধিবেশন বসবে না। তার পরের দিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের বাজেট প্রস্তাব পেশ করবেন। এই দফার বাজেট অধিবেশন স্বল্পকালীন হবে।