দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৪ বছরে ২১ বার বিদেশভ্রমণ, খরচ প্রায় ২৩ কোটি

নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে দাবি করলে কী হবে, বিদেশ ঘোরার ক্ষেত্রে পূর্বসূরিদের অনায়াসে টেক্কা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সাল থেকে ধরলে আজ পর্যন্ত তিনি বিদেশ ভ্রমণ করেছেন ২১ বার, আর সেজন্য তাঁর খরচ হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। ২০১৯ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য খরচ হয়েছে প্রায় ২৩ কোটি টাকা। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বিদেশ ভ্রমণের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা। আর রাষ্ট্রপতির বিদেশ সফরের জন্য খরচ হয়েছে প্রায় সোয়া ৬ কোটি টাকা। অর্থা‍ৎ তিন জনের সফরের জন্য খরচ হয়েছে ৫০ কোটি টাকার বেশি। গ্রিক রাজা আলেকজান্ডার সাধে কী আর বলেছিলেন, সত্যি সেলুকাস! কী বিচিত্র এই দেশ!’ বৃহস্পতিবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত মোট ২১ বার বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে তিন বার জাপানে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সংযুক্ত আরব আমিরাতে দু’বার করে গিয়েছেন। আর প্রধানমন্ত্রীর বিদেশ ঘোরার জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে ২২ কোটি ৭৬ লক্ষ ৭৬ হাজার ৯৩৪ টাকা। রাষ্ট্রপতির বিদেশ সফরের জন্য খরচ হয়েছে ৬ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৪২৪ টাকা। বিদেশ সফরের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত তিনি মোট ৮৬ বার বিদেশ ভ্রমণ করেছেন। আর ওই সফরের জন্য খরচ হয়েছে ২০ কোটি ৮৭ লক্ষ এক হাজার ৪৭৫ টাকা।