আগামী ৬ ফেব্রুয়ারি কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে বসতে চলেছে সমাবর্তনের আসর। আর সেখানেই পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাফায়েল জে হাইড। ওই সমাবর্তন অনুষ্ঠানে মোট ৭৭০ জন ছাত্রছাত্রীর হাতেও সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলেউই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে এটাও জানানো হয়েছে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সদ্য হাতেখড়ি হওয়া ‘বঙ্গপ্রিয়’ বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। বাংলায় রাজ্য সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদাধিকারে হন রাজ্যপাল। সেন্ট জেভিয়ার্সে অবশ্য তা নয়, কেননা সেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। তবে মুখ্যমন্ত্রী কার হাত থেকে ডি লিট নেন সেইদিকে সারা বাংলার মানুষ কিন্তু তাকিয়ে থাকবেন।