কলকাতা

১৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী 

সেক্টর ৫ -এর একটি বিল্ডিংয়ের ১৩ তলা থেকে ঝাঁপ। আত্মঘাতী এক তরুণী। শুক্রবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল অফিস পাড়া জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। দেহ তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। সেক্টর ৫-এ কর্মরত বছর ২৩-এর তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, মৃতার নাম ঐশ্বর্য শর্মা (২৩)। সল্টলেক সেক্টর ফাইভের সৃজন কর্পোরেট পার্কের ১৩ তলার ছাদ থেকে ঝাঁপ দেন ওই যুবতী। তাঁর আসল বাড়ি অসমে। চাকরি সূত্রে রাজারহাটে বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণী শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। সৃজন কর্পোরেট পার্ক নামে ওই ভবনের তিনতলায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি।সহকর্মীদের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই তরুণী।  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর আত্মহত্যার ঘটনাই মনে করছে পুলিশ। তবে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।  শুরু হয়েছে অফিসের সহকর্মী ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ।