কেশপুরে রয়েছেন তৃণমূল নেতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শুনেছেন তিনি। মটকাপুর গ্রামে ভেঙে পরা স্কুল বিল্ডিং এবং জমির পাট্টা সংক্রান্ত সমস্যার কথা শুনেছেন তিনি। পাশাপাশি কাজের সমস্যার কথাও তাঁকে জানিয়েছেন সাধারণ মানুষ। স্থানীয় মানুষ তাঁকে জানিয়েছেন ওই অঞ্চলের জমি সেচ দফতরের হাতে রয়েছে এবং তাঁরা বহুদিন ধরে পাট্টার আবেদন জানালেও তা হয়নি। ঘটনাস্থল থেকেই রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে ফোন করেন তিনি সেচ দফতরের দায়িত্বে থাকা পার্থ ভৌমিককে যত দ্রুত সম্ভব সব নিয়ম মেনে স্থানীয় মানুষের দাবি যাতে পূর্ণ করা সম্ভব হয় সেই বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করেন তিনি।