২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও পর্যন্ত পতাকা বিড়ি ফ্যাক্টরিতে আয়কর দফতরের তল্লাশি জারি। আয়কর দফতরের আধিকারিকরা বুধবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছেন যা বৃহস্পতিবার সকালেও জারি রেখেছেন তাঁরা। যার ফলে রহস্য ঘনীভূত হচ্ছে। পতাকা বিড়ির যাঁরা ডিরেক্টর রয়েছেন, তাঁদের বাড়িতেও তল্লাশি চলছে। অফিসেও চলছে তল্লাশি। আয়কর দফতর সূত্রে খবর, হিসাব বহির্ভূত সম্পর্কের অভিযোগেই এই অভিযান চলছে। অফিসের বাইরে মোতায়েন সিআইএসএফ জওয়ানরা। বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার কাউকে বাইরেও বেরোতে দেওয়া হচ্ছে না। কিছুদিন আগেই সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি ও বিড়ি কারখানায় হানা দিয়েছিল আয়কর দফতর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি কারখানাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল।