দেশ

তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়বে না, জিতলে ত্রিপুরায় ১ মাসের মধ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবেঃ অভিষেক

‘ত্রিপুরায় (Tripura) তৃণমূল কংগ্রেস এক ইঞ্চি জমিও ছাড়বে না’ শুক্রবার ত্রিপুরার নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে এই হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হলেই ত্রিপুরায় চালু হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এমনটাই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, তৃণমূল একমাত্র দল যে সাধারণ মানুষের জন্য বুক চিতিয়ে লড়াই করছে। তিনি বলেন, বাংলা ও ত্রিপুরার ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি এক। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলা পরিবর্তনের পক্ষে রায় দিয়ে তৃণমূলকে মসনদে এনেছে। ত্রিপুরাও পারবে। অভিষেক বার্তা, সকল স্তরের মানুষ জোট বাঁধুন। তিনি বলেন, গত ২০২২ সালে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদলেছে। মানুষ এভাবেই জোট বাঁধলে চলতি বছরে ত্রিপুরার সরকারও বদলাবে। এদিন তিনি বলেন, বাংলার ক্ষমতায় এসে ১ বছরের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে। ত্রিপুরায় তৃণমূল জয়ী হলে এই প্রকল্প চালু হবে ১ মাসের মধ্যে। তাঁর প্রতিশ্রুতি, তৃণমূল জয়ী হলে ১ মাসের মধ্যে ত্রিপুরাতেও চালু হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পাশাপাশি চালু হবে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পও। অভিষেক বলেন, বাংলা ও ত্রিপুরা এক ভাই-বোন। এক পরিবার। বিজেপি পরিচালিত সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, উদ্ধত, অহংকারী সরকারের পতন চাই। বিজেপি পরিচালিত কেন্দ্রকে নিশানা করে সরষের তেল, গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতেও সরব হন তৃণমূল যুবরাজ। বলেন, বিজেপি জিতলে মূল্যবৃদ্ধি হয়। আর বিজেপি হারলে মূল্যবৃদ্ধি কম হয়। বিজেপিকে নিশানা করে বলেন, চাকরি, রাস্তা, স্বাস্থ্য থেকে প্রশাসন সর্বত্রই বেহাল পরিস্থিতি। বর্তমান সরকারকে তাঁর কটাক্ষ- গুণ্ডামি, ভণ্ডামি, বেকারত্ব, বিভাজনের সরকার। ত্রিপুরায় সার্বিক উন্নয়নের জন্য ‘জনজোট’- এর বার্তা দেন অভিষেক। অতিমারির সময়ে বিজেপি পরিচালিত সরকার এবং বিজেপি জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ভোটের আগে এঁরা শুধু ঘুরতে আসে।