ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বেলঘড়িয়া থেকে উদ্ধার হল সোনা। এবার প্রায় ১৮টি সোনার বাট উদ্ধার হয় ।যার ওজন প্রায় আড়াই কেজি। এই ঘটনায় ভিন রাজ্যের বাসিন্দা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল বেলঘড়িয়া থানার পেট্রোলিং টিম গোপন সূত্রে খবর পায়, বেলঘরিয়ার সলপথ বাগান এলাকায় সোনা পাচার হচ্ছে। সেই খবর পেয়েই সেখানে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ। সেখান থেকেই ১৮ টি সোনার বার উদ্ধার করে পুলিশ। এরপরেই মহারাষ্ট্রের দুই বাসিন্দা নানাথ মাশাল, প্রবীণ ছাভান নামে দুজনকে গ্রেফতার করে। তাদের কাজ থেকে পাওয়া সূত্র অনুযায়ী এই চক্রের অন্যতম দুই সদস্য পার্শ্ববর্তী নদীয়া জেলার বাসিন্দা অজয় ঘোষ ও মঙ্গল হালদারকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময় উদ্ধার হওয়া সোনার ওজন করলে দেখা যায় তার ওজন প্রায় আড়াই কেজি। চারজনকেই আজ ১৪ দিনের পুলিশি হেফাজতে পাওয়ার আর্জি জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হয়।