নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা । তিনি সচিব জয় শায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। প্রথমবার দল নির্বাচন নিয়ে সমালোচনার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচকের পদ খুইয়েছিলেন। ‘স্টিং অপারেশন’-এ বেফাঁস মন্তব্যের জেরে দ্বিতীয়বার সেই চাকরি গেল তাঁর। সম্প্রতি একটি টিভি চ্যানেলের ‘স্টিং অপারেশন’-এর ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াই, যশপ্রীত বুমরার ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে জোর করে খেলা ইত্যাদি বিষয় নিয়ে মুখ খোলেন তিনি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় ভারতীয় ক্রিকেটে। সেই ঘটনার পর চেতন যে শীঘ্রই চাকরি খোয়াবেন বোর্ডের অন্দরে এমন ইঙ্গিত মিলেছিল। চরম বিতর্কের মুখে পড়ে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধানের পদ ছাড়লেন তিনি। বোর্ড সচিব তাঁর ইস্তফাপত্র স্বীকার করেছেন বলে সূত্রের খবর।