দেশ

৬০ ঘণ্টা পর সংবাদসংস্থা বিবিসি অফিস ছাড়লেন আয়কর কর্তারা

ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-র দিল্লি ও মুম্বইয়ের কার্যালয়ে ‘সমীক্ষা’-র কাজ শেষ করল আয়কর দফতর। প্রায় ৬০ ঘণ্টা ধরে ওই দুই কার্যালয়ে ‘সমীক্ষা’ চালায় কেন্দ্রীয় সংস্থা। অবশেষে বৃহস্পতিবার রাতে দু’টি কার্যালয় থেকেই বেরিয়ে যান আয়কর আধিকারিকরা। প্রসঙ্গত, গত মঙ্গলবার বিবিসি-র ওই দুই অফিসে সমীক্ষার কাজ শুরু হয়। এর জেরে দফতরেই আটকা পড়েন এক ব্রিটিশ সঞ্চালক-সহ ১০ কর্মী। বৃহস্পতিবার রাতে তিনদিন ব্যাপী ‘সমীক্ষা’ শেষের পর তাঁদের কার্যালয় ছাড়ার অনুমতি দেওয়া হয়। এর পরই বাড়ি ফিরে যান তাঁরা। আয়কর দফতরের আধিকারিকরা কার্যালয় ছাড়ার পরই তাঁদের ‘সমীক্ষা’ নিয়ে টুইটারে লম্বা পোস্ট করে বিবিসি। সেই পোস্টে ব্রিটিশ সংবাদ সংস্থার তরফে লেখা হয়েছে, “আয়কর আধিকারিকরা দিল্লি ও মুম্বইয়ের কার্যালয় থেকে বেরিয়ে গিয়েছেন। আমরা আয়কর বিভাগকে সব ধরনের সহযোগিতা করব।” গোটা বিষয়টির দ্রুত নিষ্পত্তি হবে বলেও বিবিসির তরফে আশাপ্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি ওই পোস্টে বিবিসির তরফে আরও জানানো হয়েছে, “আয়কর দফতরের সমীক্ষার জেরে দীর্ঘক্ষণ আমাদের কর্মীদের কার্যালয়ে থাকতে হয়েছে। তাঁদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। কর্মীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয়, সেদিকে নজর রাখা হয়েছিল।”