ক্রাইম

দিল্লিতে ভূত তাড়ানোর অজুহাতে নাবালিকাকে লাগাতার ধর্ষণ তান্ত্রিকের

নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ তান্ত্রিকের বিরুদ্ধে। লাগাতার ধর্ষণের জেরে দিল্লির কিশোরীকে গর্ভবতী করেছেন অভিযুক্ত তান্ত্রিক। মেয়ে যখন ২ মাসের অন্তঃসত্ত্বা মায়ের চোখে পড়ে তখন। সঙ্গে সঙ্গে পুলিশের দারস্ত হন নির্যাতিতার পরিবার।  সূত্রে খবর, মেয়ে কিছু দিন ধরেই অসুস্থ ছিল। মেয়েকে ভূতে ধরেছে অনুমান করে দিল্লির এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় তাঁর পরিবার। ভূত তাড়ানোর নাম করে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছে অভিযুক্ত তান্ত্রিক বাবা হরিদাস নগর। ধর্ষণের পরিণতি ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযুক্ত তান্ত্রিকের বিরুদ্ধে পকসো আইনের অধীনে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। তাঁর কুকীর্তির কথা পুলিশের কাছে চলে গিয়েছে আঁচ করতে পেরে পলাতক অভিযুক্ত তান্ত্রিক বাবা হরিদাস।