জেলা

দার্জিলিংয়ের বাদামতাম চা বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড

আজ ভোর রাতে আচমকা বিধ্বংসী আগুন লাগল দার্জিলিংয়ের বাদামতাম চা বাগানে৷ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে ৷ এই ঘটনায় কেউ হতাহত না হলেও বহু জিনিস পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ আজ ভোর ৩টে নাগাদ বাদামতাম চা বাগানের কারখানা এলাকায় গ্যারেজে ও স্টোর রুমের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এই কারখানার চারটে ডিভিশন ৷ তার মধ্যে প্রথম ডিভিশনে আগুন লাগে ৷ মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে ৷ দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা ৷ প্রথমে শ্রমিকরাই সেই আগুন নেভানোর চেষ্টা করেন ৷ তবে আগুন আয়ত্তের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলকে ৷ দার্জিলিং দমকল বিভাগ কিছুটা দূরে থাকায় ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগে যায় ৷ দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে ৷ দমকলের এক আধিকারিকের দাবি, কারখানার ভেতরে কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা তাঁদের চোখে পড়েনি ৷ ফলে অগ্নি নির্বাপনের ব্যবস্থা কারখানায় ছিল না বলে সন্দেহ করা হচ্ছে ৷ এই ঘটনায় ৩টিরও বেশি গাড়ি পুড়ে গিয়েছে বলে খবর ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । জানা গিয়েছে, আগুন লেগে কারখানার লক্ষাধিক টাকার চা পাতা পুড়ে গিয়েছে ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান জিটিএ-র স্থানীয় সভাষদ নর্দেন ভুটিয়া ৷ অগ্নিকাণ্ডের পর কী পরিস্থিতি তার খবর নিয়েছেন দার্জিলিঙের জেলাশাসক পুন্নম বলম ও জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অনীত থাপা ৷ গত বছর কার্শিয়াঙে একইভাবে একটি চা বাগানের কারখানায় আগুন লেগেছিল  ৷ সেখানেও কয়েক লক্ষ টাকার ক্ষতি হয় ৷