মণীশ সিশোদিয়ার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইনে তদন্তে ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। একটি বিশেষ সরকারি বিভাগকে রাজনৈতিক বিরোধীদের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহার করার অভিযোগে এই তদন্ত হবে বলে খবর। তাঁর বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইনে এফআইআর দায়ের করতে চেয়েছিল সিবিআই। সেই মতো দিল্লির উপ রাজ্যপালের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। উপ রাজ্যপাল সেই আবেদনমূলক চিঠি কেন্দ্রের কাছে পাঠায়, যা কেন্দ্র মঞ্জুর করেছে।