দেশ

এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ককে তলব ইডির

 দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দিল্লির আবগারি নীতির সূত্রে মুখ্যমন্ত্রী কেজরির আপ্তসহায়ক বিভব কুমারকে ডেকে পাঠিয়েছে। তলব পেয়ে তিনি ইডির দফতরে পৌঁছন। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মীরা মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। যে মামলার সূত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে ডেকে পাঠিয়েছে, সেই একই সূত্রে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকেও জেরা করে ইডি। তল্লাশি চালায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। লক্ষ্য করার মতো বিষয় হল, দিল্লি বিধানসভা ও পুরভোটে বিজেপির ভরাডুবির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই ইডির এই সক্রিয়তা। যদিও ইডি এবং অন্যান্য তদন্ত সংস্থা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।