হাতির হানায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে টনক নড়ল রাজ্য প্রশাসন তথা বন দফতরের । এই ঘটনার খবর পেয়েই বন দফতরকে হাতি বিষয়ে কড়া ব্যবস্থা ও নজরদারি চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার দিকেও নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। আজ শুক্রবার সকাল থেকেই জঙ্গল সংলগ্ন এলাকায় টহলদারি শুরু করলেন বন বিভাগের কর্মীরা। আর সকালে আবার সেই জায়গাতেই দেখা মিলল এক হাতির। সেই সময় ফায়ারিং করে হাতিটিকে জঙ্গলে ঢোকানো হয় বলে খবর মিলেছে। বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে বনকর্মীদের বিরাট ফোর্স নিয়ে টহল দেওয়া হচ্ছে শহর ও জঙ্গল এলাকা জুড়ে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গল সংলগ্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বন দফতরের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এদিন রাজগঞ্জ ব্লকের মহারাজ ঘাট এলাকার ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌছানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে বন বিভাগের পক্ষ থেকে। বিশেষ গাড়িতে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, তাঁদের সঙ্গে থাকছেন বন দফতরের নিরাপত্তাকর্মীরা। নজর রাখা হচ্ছে হাতির গতিবিধি সম্পর্কেও।