বিদেশ

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

শুক্রবার ভোর রাতে  ভূমিকম্প অনুভূত হল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৯৯ কিলোমিটার গভীরে। ভারতীয় সময় রাত ১টা ৩২ মিনিটে ইন্দোনেশিয়ার হালমাহেরাকে ঝাঁকুনি দেয়।এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বার্তায় বলেছে, “ভূমিকম্পের মাত্রা : ৬.২ তারিখ- ২৪-০২-২০২৩, সময়- ভারতীয় সময় ১টা ৩২ মিনিট ৪৭ সেকেন্ড এ ৩.২৮ অক্ষাংশ ও ১২৮.৩৬ দ্রাঘিমাংশে এই কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার ১৭৭ কিমি উত্তরে তোবেলো প্রদেশে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলেও খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।