জেলা

আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান লাইনে বাতিল একাধিক ট্রেন

রেল লাইনে কাজের জন্য হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব রেল। বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৪টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল। একটি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। টানা এক মাস ট্রেন বাতিলের জেরে যাত্রীরা ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান লাইনে রেললাইনে সংস্কার-সহ উন্নতমানের ওভারহেড যন্ত্রপাতি বসানোর কাজ চলবে। মূলত হাই স্পিড ট্রেন চলাচলের জন্য এই মেরামতির কাজ করা হবে। আর সেই কারণে মার্চ মাসের ১ তারিখ অর্থাৎ বুধবার থেকেই ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ এবং লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। লোকাল ট্রেনের এই পরিষেবা বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। আগামী ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যে ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া থেকে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫ লোকাল ট্রেন বাতিল করা রয়েছে। বর্ধমান থেকে ৩৭৮৩৪ ও ৩৭৮৪০ দু’টি লোকাল বাতিল করা হয়েছে। পাণ্ডুয়া থেকে রওনা দেওয়া ৩৭৬১৪ ট্রেনটি বাতিল হয় হয়েছে। এ ছাড়াও বাতিলের এই তালিকায় রয়েছে তারকেশ্বর (৩৭৩৫৪), গুড়াপ (৩৬০৭২), শ্রীরামপুর (৩৭০১২) এবং মশাগ্রাম (৩৬০৮৬) থেকে ১টি করে লোকাল ট্রেন। রেল লাইনে কাজের স্বার্থে এই ট্রেন বাতিলের সিদ্ধান্তে যাত্রীদের অসুবিধা হবে, তা সত্ত্বেও উন্নয়নের স্বার্থে যাত্রীদের সহযোগিতা করার আবেদন জানিয়েছে পূর্ব রেল।