খেলা

প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেট হারালো ভারত

প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল হার্দিক বাহিনী। ৬১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। রাহুল ৭৫ এবং জাদেজা ৪৫ রানে অপরাজিত থাকেন। ইনিংসের শুরুতে মিচেল স্টার্ক ও মার্ক স্টইনিস আগুন ঝরানো বোলিং করে ভারতকে চেপে ধরলেও বাকি অজি বোলাররা তেমন ছাপ ফেলতে পারেননি। জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় শিবির। দ্বিতীয় ওভারের শেষ বলে স্টইনিসের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে যান ঈশান কিষাণ (৩)। পঞ্চ ওভারে বল করতে এসে পর পর দুই বলে বিরাট কোহলি (৪) ও সূর্য কুমার যাদবকে (০) ফিরিয়ে ভারতকে জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বিধ্বংসী হয়ে ওঠা স্টার্ক-স্টইনিসদের আক্রমণ সামাল দেওয়ার চেষ্টা করেন শুভমন গিল ও কে এল রাহুল। ২৩ রান যোগ করার পরে গিলকে ফেরান স্টার্ক। এর পরে অধিনায়ক হার্দিক পাণ্ড্য ও রাহুল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দুজনে ৪৪ রান তোলেন। ভারত অধিনায়ককে (৩১ বলে ২৫) ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দেন স্টইনিস। ৮৩ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া। এর পরে কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা জুটি বেঁধে দেখেশুনে খেলতে থাকেন। ২৫ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ১০০। ৭৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। আর তার পরেই হাত খুলে খেলতে শুরু করেন। এমনকী ছক্কাও হাঁকান। তাঁকে যোগ্য সঙ্গত করতে থাকেন জাদেজাও। শেষ পর্যন্ত ৪০ ওভারেই কাঙ্খিত জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া। যে মিচেল স্টার্ক শুরুতে ভারতীয় শিবিরে হাড় কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন তাঁর বলই সীমানার বাইরে পাঠিয়ে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা।