ভারত জোড়ো যাত্রার শেষ দিনে শ্রীনগরে ভাষণ দিতে গিয়ে দেশে মহিলাদের যৌন নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। আর ওই মন্তব্য নিয়ে শুক্রবার নজিরবিহীনভাবেই ওয়ানাডের সাংসদকে নোটিশ পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ। আর আজ রবিবার সাতসকালেই রাহুলের বাড়িতে হানা দিল দিল্লি পুলিশের বিশেষ দল। নেতৃত্বে রয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার সাগরপ্রীত হুদা। সূত্রের খবর, সহযোগিতা না করলে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে গ্রেফতারও করা হতে পারে। মন্তব্যের ৪৫ দিন বাদে রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোর পিছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অদৃশ্য হাত দেখতে পাচ্ছেন কংগ্রেস নেতারা। গত ৩০ জানুয়ারি ভারত জোড়ো যাত্রার শেষ দিনে রাহুল অভিযোগ করেন, ‘দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু ভয়ে মুখ খুলতে পারছেন না। পুলিশের কাছেও যেতে পারছেন না।’ প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, ভারত জোড়ো যাত্রায় তাঁর সঙ্গে দেখা করতে এসে অনেক মহিলাই নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন। রাহুলের ওই মন্তব্যের ৪৫ দিনের মাথায় গত শুক্রবার আচমকাই দিল্লি পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে, ওই মহিলাদের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়।