এবার নকল নোটের সন্ধান পেল পুলিশ। জানা গিয়েছে, কলকাতা পুলিশের এসটিএফ অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। জানা গিয়েছে, জাল নোট পাচারকারীরা ভোররাতে রাজাবাজার ক্রসিংয়ের কাছে পুলিশের জালে ধরা পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে আগেই তাঁদের জন্য অপেক্ষা করছিল পুলিশ। এপিসি রোডে সন্দেহভাজনদের তল্লাশি করতেই ৫০০ টাকার ২০০ টি জাল নোট উদ্ধার হয়। পাচারকারী হিসেবে দুজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, তাদের নাম রিংকু শেখ এবং আনন্দ দাস বিষ্ণো। এই দুজনের মধ্যে রিংকু শেখ মালদা জেলার কালিয়াচক থানার খাসচন্দ্রপুর গ্রামের বাসিন্দা এবং অন্যজন আনন্দ দাস বিষ্ণো উত্তরপ্রদেশের বৃন্দাবন থানার অন্তর্গত রাধারমণ ঘেরার বাসিন্দা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪৮৯ বি, ৪৮৯ সি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আপাতত অভিযুক্তদের আগামী ১ লা এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ এই জাল নোট পাচার চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে। শুরু হয়েছে তদন্ত।