আন্দামান ও নিকোবরে ৪২ হাজার কোটি টাকা খরচ করে ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল গড়তে চলেছে কেন্দ্র। ২০৫৮ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল। তৃণমূল সাংসদ জহর সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দিয়েছেন। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরই এই কাজের জন্য উদ্যোগী হয়েছে। প্রায় ৩ কিলোমিটার লম্বা এই বন্দরে ১৬ মিলিয়ন টন মাল পরিবহণের জাহাজ যাতায়াত করতে পারবে। প্রকল্পের সমালোচনা করে জহরবাবু বলেন, ‘এভাবে বন্দর তৈরি করে আদতে আন্দামান ও নিকোবরের পরিবেশ নষ্ট করা হবে। তবুও মোদি সরকার তা করবে এবং নিশ্চয় কোনও বন্ধু বিনিয়োগকারীই বরাত পাবেন।’অন্যদিকে, কৃষকদের ফসলের এমএসপি নিশ্চিত করতে সরকার কী করছে, তৃণমূলের দীপক অধিকারী (দেব) তা জানতে চাওয়ায় কেন্দ্র জানিয়েছে, এ ব্যাপারে বিশেষ কমিটি তৈরি করেছে সরকার। তার দু’টি বৈঠকও হয়েছে। সরকার কৃষকদের সমস্যা মেটাতে সর্বদা উদ্যোগী বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। যদিও এমএসপি নিশ্চিত করতে কোনও আইন আনা হবে কি না, তা স্পষ্ট করেননি মন্ত্রী।