বিনোদন

থ্রিলার ছবির নামে ২.৬ কোটির প্রতারণা প্রযোজকের, পুলিশের দ্বারস্থ অভিনেতা-পরিচালক দীপক তিজোরি

অভিনেতা দীপক তিজোরি আম্বলি থানায় তাঁর সহ প্রযোজকের নামে কেস ঠুকলেন। জানালেন সেই ভদ্রলোক তাঁর ২.৬ কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন। তাঁর প্রাপ্য সেই টাকা তিনি পাননি। জানা গিয়েছে অভিনেতা এবং এই প্রযোজক একত্রে একটি থ্রিলার মুভি বানাতে চলেছিলেন। তার আগেই এই বিপত্তি ঘটল। মার্চের ১৫ তারিখ দীপক মোহন নাদার নামক এই প্রযোজকের নামে এফআইআর করেন। জানা গিয়েছে এই ছবির জন্য তাঁদের মধ্যে চুক্তিও হয়ে গিয়েছিল। দীপক ১০ দিন আগেই প্রথম লিখিত অভিযোগ জানান। আর সেটার ভিত্তিতেই এই কেস রেজিস্টার কর হয় বলে জানা গিয়েছে। দীপক তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন শ্যুটিংয়ের লোকেশন দেখার নাম করে নাম করে মোহন তাঁর থেকে টাকা নিলেও তিনি সেটা আর ফেরত পাননি। আম্বলি থানার তরফে ওসি বান্দোপান্ত বাঁসোরে জানিয়েছেন, ‘এই অভিনেতা এবং অভিযুক্ত দুজনে ২০১৯ সালে টিপসি নামক একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। অভিযুক্ত কোনভাবেই অভিনেতাকে তাঁর টাকা দেননি এবং তাঁর নামে ইস্যু হওয়া সমস্ত চেক বাউন্স করেছে। আমরা এখন এই কেসের তদন্ত করছি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’ তবে এই বিষয়ে এখনও অভিনেতার কোনও মতামত পাওয়া যায়নি। কমপ্লেন অভিনেতা জানান, ‘২০১৯ এর সেপ্টেম্বরে মোহন টাকা নিয়েছিল লন্ডনের লোকেশনের জন্য পেমেন্ট করবেন বলে। সেই টাকাটা তাঁকে দেওয়া হয়েছিল একটাই শর্তে যে তিনি সেটা ফেরত দেবেন। কিন্তু এরপর তিনি বারবার অজুহাত দেখাতে থাকেন টাকা না দেওয়ার এবং তাঁর চেক বাউন্স করতে থাকে।’