কলকাতা

আগামী ২-৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ ধরে চলবে দুর্যোগ 

আগামী ২-৩ দিন ধরে এই বৃষ্টি চলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। গত কয়েকদিন ধরেই রাজ্যে বৃষ্টি চলছে। বৃহস্পতিবার রাতে মরসুমের প্রথম বৃষ্টি পেয়েছে রাজ্যবাসী। আর তারপর থেকেই শহরের আকাশের ভোল একেবারে পালটে গিয়েছে। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ।  সোমবার কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল২৬.৫  ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরের বৃষ্টির পরিমাণ ৫.৬  মিলিমিটার। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Weather) উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দু-এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে। মঙ্গলবার ঝড়ের গতিবেগ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।