আগামী লোকসভা ভোটে তৃতীয়বার বিজেপির ক্ষমতা দখল রুখতে যখন বিরোধী দলগুলির জোট বাঁধা নিয়ে চর্চা শুরু হয়েছে, তখনই ভিন সুর শোনা গেল ভোটকুশলী প্রশান্ত কিশোরের গলায়। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘বিজেপির বিরুদ্ধে কখনই বিরোধী ঐক্য কাজ করবে না।’ কেন করবে না, তারও ব্যাখ্যা দিয়েছেন প্রশান্ত কিশোর। তাঁর মতে, বিরোধী রাজনৈতিক দলগুলির আদর্শ আলাদা। তাই তাদের জোটগঠনের বিষয়টিও অনিশ্চিত বলে মনে করছেন প্রশান্ত। প্রশান্ত এ-ও জানিয়েছেন যে, কয়েকজন নেতা এবং রাজনৈতিক দলকে একমঞ্চে নিয়ে এলেই বিরোধী জোট তৈরি হয়ে যাবে না।পাশাপাশি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাও ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলে ফের বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছেন সুবিধাবাদী হিসেবে পরিচিত ভোটকুশলী প্রশান্ত কিশোর।