কলকাতা কাটল জট, কংগ্রেস বিধায়ক বায়রণ বিশ্বাসকে শপথবাক্য পাঠ করালেন স্পিকার Posted on March 22, 2023March 22, 2023 Author বঙ্গনিউজ Comments Off on কাটল জট, কংগ্রেস বিধায়ক বায়রণ বিশ্বাসকে শপথবাক্য পাঠ করালেন স্পিকার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বায়রণ বিশ্বাসকে শপথবাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার। তিনি সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী হয়েছেন।