কলকাতা

এবার থেকে অনলাইনে জমা করতে হবে কলকাতা পুরসভার কর্মীদের সম্পত্তির হিসাব

এবার থেকে অনলাইনে জমা করতে হবে কলকাতা পুরসভার কর্মীদের সম্পত্তির হিসাব। কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত কর্মীকে ১ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পত্তির হিসাব জমা দিতে হবে। বিজ্ঞপ্তি জারি করে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট’-ও জমা করতে হবে নির্ধারিত সময়ে।  সূত্রের খবর, এতদিন চিরকুটে লিখে সম্পত্তির খতিয়ান পেশ করতেন পুরসভার কর্মীরা। আর সেই কাগজে পেস করা সম্পত্তির খতিয়ানে তেমন গুরুত্বও দিতেন না দায়িত্বপ্রাপ্ত পুর আধিকারিকরা। ফলে, কোন কর্মীর কত সম্পত্তি বাড়ল, সেই তথ্য সাধারণত সামনে আসত না। পুরকর্মীদের দেওয়া নিজেদের সম্পত্তির হিসাবের কাগজ আলমারিতে ফাইলবন্দি অবস্থায় থেকে যেত। কিন্তু এবার নিয়ম করে ব্যবস্থায় বদল আনতে চলেছে পুর কর্তৃপক্ষ। গোটা বিষয়টির উপর পুরসভার তরফে করা নজর রাখা হবে। অনলাইনে হিসাব পেশের ব্যবস্থা চালু হওয়ার ফলে যখন-তখন তা দেখা যাবে। পাশাপাশি কোনও পুরকর্মীর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির যদি সন্ধান পাওয়া যায়, তবে দ্রুততার সঙ্গে সেই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা যাবে। শুধু তাই নয় আয়ের সঙ্গতিহীন সম্পত্তি নজরে পড়লে সংশ্লিষ্ট কর্মীকে শাস্তির মুখে পড়তে হবে। প্রসঙ্গত পুরকর্মীদের পদোন্নতির সময়ে দেখা হয়, বিগত বছরগুলোতে তিনি সময় মতো সম্পত্তির হিসেব দিয়েছেন কি না।