রাজ্যের ১০ সরকারি আধিকারিককে বদলির নির্দেশ । নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে । আর এই বদলি নিয়েই উঠছে প্রশ্ন । ডিএ আন্দোলনকারীদের অভিযোগ, যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা আন্দোলনের সঙ্গে যুক্ত । বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনার চত্বরে অনশন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা । ১০ মার্চ তাঁরা ধর্মঘটও পালন করেন । আন্দোলনকারীদের দাবি, এভাবে বদলি করে, আন্দোলন থামাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । যে ১০ জনকে বদলি করা হয়েছে, তাঁদের আগেও বিভিন্ন সময় আন্দোলনের মঞ্চে দেখা গিয়েছে, বদলির পরও দেখা যাবে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা । জানা গিয়েছে, ওই আধিকারিকদের কাউকে অর্থ দফতর থেকে বিডিও অফিসে বদলি করা হয়েছে । আবার কাউকে বিডিও অফিস থেকে বন দফতরে পাঠানো হয়েছে ।