দেশ

‘গৃহহীন’ রাহুলকে বাড়ি উপহার দিলেন কংগ্রেস নেত্রী রাজকুমারী গুপ্ত

সাংসদ পদ খারিজ হওয়ায় ছেড়ে দিতে হবে দিল্লির সরকারি বাংলো। কিন্তু তার পর কোথায় থাকবেন রাহুল গান্ধী? জল্পনার মধ্যেই সোনিয়া পুত্রকে নিজের বাড়ি দান করলেন দলেরই এক মহিলা নেত্রী। প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধীর আমলে ওই বাড়িটি পেয়েছিলেন তিনি। জানা গিয়েছে, তাঁর নাম রাজকুমারী গুপ্ত। বর্তমানে দিল্লির মহিলা কংগ্রেস সেবাদলের সভানেত্রী তিনি। এই ইস্যুতে কংগ্রেস সেবাদলের তরফে একটি টুইট করা হয়। সেখানে বাড়ির দানপত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে রাজকুমারীকে। আগাগোড়া হিন্দি ভাষায় ওই ছবির নীচে লেখা হয়েছে, “দিল্লির মঙ্গলপুরী এলাকার চারতলা বাড়িটি রাহুল গান্ধীর নামে করে দিয়েছেন সেবাদলের সভানেত্রী। রাজকুমারী বলেছেন, রাহুলকে বাড়ি থেকে উৎখাত করতে পারেন মোদী। তবে কখনই মানুষের হৃদয় থেকে সরাতে পারবেন না তাঁকে।”