তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিবেশির ছোড়া গুলিতে জখম হলেন এক মহিলা। মর্মান্তিক ঘটনাটি গতকাল রবিবার রাতে রাজধানীর সিরাসপুরে। খুনে অভিযুক্ত যুবক ও তার বন্ধুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনার পরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার নিজের বাড়ির সামনে রাস্তাজুড়ে কুয়ান পুজোর আয়োজন করেছিল হরিশ নামে এক যুবক। পুজো উপলক্ষে তারস্বরে বাজানো হচ্ছিল মাইক। চলছিল ডিজে পার্টি। শব্দ তাণ্ডবে কান পাতা দায় হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দাদের। কেউ কিছু না বললেও রঞ্জু নামে স্থানীয় এক মহিলা প্রতিবাদ জানান। নিজের বাড়ির ব্যালকনিতে দাষড়িয়ে তারস্বরে মাইক বাজানো বন্ধের অনুরোধ জানান। আর তাতেই ক্ষেপে গিয়ে রঞ্জুকে সবক শেখাতে বন্ধু অমিতের সঙ্গে থাকা পিস্তল থেকে গুলি চালায় হরিশ। রাত সোয়া বারোটা নাগাদ পুলিশের টহলরত অফিসাররা গুলি চালানোর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন। গুরুতর জখম অবস্থায় রঞ্জুকে উদ্ধার করে শালিমার বাগের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, রঞ্জুর গলায় গুলি লাগায় বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই। এর পরেই স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে হরিশ ও তার বন্ধু অমিতকে গ্রেফতার করে পুলিশ।