জেলা

রিষড়া যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকাল পুলিশ

উত্তপ্ত রিষড়া। শিবপুরের পরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল এখানে। সোমবার সকালে ওই উত্তেজনা প্রবণ এলাকায় যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রিষড়া যাওয়ার পথে তাঁর গাড়ি আটকায় পুলিশ। গতকাল শিবপুর যাওয়ার সময়ের সুকান্তের গাড়ি পুলিশ বাধার মুখে পড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, শিবপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও তারপরেও পুলিশি বাধা অমান্য করে উত্তেজনা প্রবণ এলাকায় গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। ঠিক তার পরের দিনই উত্তপ্ত রিষড়াতেও ঢুকতে চাইছেন সুকান্ত। উল্লেখ্য, এখানেও জারি ১৪৪ ধারা। জানা গিয়েছে, তিনি কোন্নগড়েই আটকে। এলাকায় ঢুকতে পারেননি। ব্যারিকেড করে আটকানো হয়েছে তাঁর গাড়ি। এদিনে কোন্নগড়ে সুকান্ত ঢোকা মাত্রই প্রবল উত্তেজনা দেখা গিয়েছে। বিজেপি কর্মীরা রিষড়া ঢোকার জন্য পুলিশকে চাপ দিতে থাকে। বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের প্রথমে বচসা ও পরে ধস্তাধস্তি শুরু হয়। গতকালও একই পরিস্থিতি তৈরি হয়েছিল শিবপুরে। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, যে দল রামনবমীর দিন গণ্ডগোল করে সেই দলের রাজ্য সভাপতি যাচ্ছেন ওই এলাকায়, এটাই অস্বাভাবিক।