কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা এবং সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশন কেন্দ্রে পাঠানোর দাবি-সহ একাধিক দাবিতে কুড়মি সমাজের আন্দোলনের জেরে বুধবার সকাল থেকে ভোগান্তির মুখে সাধারণ মানুষ। অবরোধ আন্দোলনের জেরে বুধবার প্রায় ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। বুধবার সকাল থেকে তীর-ধনুক, ধামসা-মাদল নিয়ে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুড়মি সমাজের মানুষজন। রেল অবরোধ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলটেকা ও ডহর ছেঁকা’। রেল সূত্রে খবর, কুড়মি সমাজের অবরোধের জেরে ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস, হাওড়া-বরবিল জনশতাব্দী, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুপ এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস ট্রেন। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলওয়েতে বাতিল হওয়া একাধিক এক্সপ্রেস, মেমু স্পেশ্যাল ট্রেন রয়েছে।