খেলা

আরসিবিকে ৮১ রানে হারিয়ে ম্যাচ জিতল কেকেআর

ইডেনে ফিরই দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে আরসিবিকে ৮১ রানের বড় ব্যবধানে হারাল নাইটরা। মাঠে এসে দলের জয় দেখে উচ্ছ্বসিত শাহরুখ খানও। প্রথমে ব্যাটে শার্দুল ঠাকুর, রহমানউল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিংয়ের অনবদ্য ব্যাটিং। তারপর কেকেআরের স্পিন ত্রয়ীর সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল আরসিবির ব্যাটিং। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৪ রান করে কেকেআর। সর্বোচ্চ ৬৮ রান করেন শার্দুল ঠাকুর। রান তাড়া করতে নেমে ১২৩ রানে অলআউট হয়ে যায় আরিসিবি। বরুণ চক্রবর্তী ৪টি, সূয়শ শর্মা ৩টি, সুনীল নারিন ২টি ও শার্দুল ঠাকুর একটি উইকেট নেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি কেকেআরের। একদিক থেকে একের পর এক উইকেট পড়লেও অপরদিক থেকে মারকাটারি ব্যাটিং করেন রহমানউল্লাহ গুরবাজ। দলের তারকা ব্যাটাররা ভেঙ্কটেশ আইয়র (৩), মনদীপ সিং (০), নীতিশ রানা (১), আন্দ্রে রাসেল (০) সকলেই ব্যর্থ হন। সেখানে কেকেআরের হয়ে নিজের প্রথম অর্ধশতরান পূরণ করেন আফগান তারকা। ৪৪ বলে ৫৭ রান করেন তিনি। কিন্তু একসময় কেকেআর স্কোর দাঁড়ায় ৮৯ রানে ৫ উইকেট। সেই সময় ফের একবার ত্রাতার ভূমিকায় শার্দুল ঠাকুর। আর এক্ষেত্রে ঠাকুরকে কোনও জয় বা বীরু নয় সঙ্গ দিলেন রিঙ্কু সিং। একদিক থেকে মারকাটারি ইনিংস খেলতে থাকেন শার্দুল ঠাকুর। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি মারতে থাকেন তিনি। অপরদিকে, ঠান্ডা মাথায় শার্দুল ঠাকুরের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান রিঙ্কু। নিজের অর্ধশতরান পূরণ করেন শার্দুল। শেষের দিকে রুদ্রমূর্তি ধারন করেন রিঙ্কু সিং। নিজেদের শতরান পার্টনারশিপ পূরণ করেন তারা। দলের ১৯২ রানের মাথায় ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন রিঙ্কু। ২৯ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন শার্দুল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান করে কেকেআর। ২০৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরসিবির দুই ওপেনার ফাফ ডুপ্লেসিস ও বিরাট কোহলি। ঝোড়ো ব্যাটিং করেন ৪৪ রানের পার্টনারশিপ করেন ডুপ্লেসিস ও কোহলি জুটি। টিম সাউদি, উমেশ যাদবরা উইকেট তুলতে ব্যর্থ হলেও, এসেই ম্যাচের রং পুরো পাল্টে দেয় কেকেআকেক তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও সূয়শ শর্মা। কেকেআরের স্পিন অ্যাটাকের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন আরসিবির তারকাখেচিত ব্যাটিং লাইন। ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, হার্শল প্যাটেল তিন জনকেই বোল্ড করেন বরুণ চক্রবর্তী। বিরাট কোহলিকে বোল্ড ও মাইকেল ব্রেসওয়েলকে ক্যাচ আউট করেন নারিন।