দেশ

অনলাইন জুয়া বন্ধের নির্দেশ কেন্দ্রীয় সরকারের

অনলাইন গেমিং নিয়ে আরও কড়া বিধিনিষেধ আনল কেন্দ্রীয় সরকার। যে সমস্ত গেমগুলিতে জুয়া খেলা হয়, সেগুলি নিষিদ্ধ করা হল নয়া নিয়মে। পাশাপাশি এবার থেকে প্রতিটি গেমিং অ্যাপকে কেন্দ্রীয় সরকারের থেকে অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই নিয়মের কথা জানান। নিয়মে বলা হয়েছে, যেসমস্ত অনলাইন গেমিং সাইটে জুয়া খেলা হয় সেগুলি সম্পূর্ণ বাতিল করা হল। এবার থেকে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেলফ রেগুলেটরি অর্গাইজেশনের অনুমোদন নিতে হবে প্রতিটি গেমকে। এছাড়াও যাঁরা গেম খেলছেন, তাঁদের অবশ্যই সাবালক হতে হবে। পাশাপাশি, অন্য কোনও প্ল্যাটফর্মে অনলাইন গেমের বিজ্ঞাপন দেওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। ইউজারের ক্ষতি হচ্ছে, এমন অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট গেম অ্যাপের অনুমোদন বাতিল করবে সরকার।