কলকাতা

নিউটাউনে ৭ বছরের শিশুকে কুপিয়ে খুন, বাঁচাতে গিয়ে আহত ২ মহিলা

কুপিয়ে খুন সাত বছরের এক শিশুকে। শিশুকে বাঁচাতে গিয়ে আহত শিশুটির মা ও প্রতিবেশী এক মহিলা। অভিযোগের তীর অপর এক প্রতিবেশীর দিকে। ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিউটাউনের শুলংগুড়ি অঞ্চলের বাসিন্দারা চিৎকার শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তারা এক শিশু, শিশুর মা ও আরেক প্রতিবেশী মহিলাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ,অভিযুক্ত লক্ষণ কুমারকে তখন ওই শিশুটির বাড়ির ভেতর থেকে ছুটে পালাতে দেখে। স্থানীয়রা তাড়াতাড়ি খবর দেয় ইকোপার্ক থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় ইকো পার্ক থানার পুলিশ। শিশুসহ দুই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে। পরে হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়, শিশুটির মৃত্যু হয়েছে এবং দুই মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে আহত দুই মহিলাকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, আহত দুজনের শারীরিক অবস্থা আশঙ্কা জনক। ঘাতক লক্ষণ কুমার পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, দুই প্রতিবেশী ভাড়াটিয়ার অশান্তির জেরে এই ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ। এখনও পর্যন্ত খুন করার সঠিক কারণ জানা যায়নি। এই শিশু খুনের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।