কলকাতা

সল্টলেকের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত ৫০টি ঝুপড়ি

সল্টলেকের ফাল্পনী বাজার লাগোয়া বস্তিতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত ৫০টি ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্চিন। স্থানীয় সূ্ত্রে খবর, এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি। ফাল্পনী বাজার লাগোয়া বস্তিতে বসবাস করেন বহু পরিবার। ঘড়িতে ৭ বেজে ৩০ মিনিট। এদিন দুপুরে আচমকাই আগুন লেগে যায়। কীভাবে? তা এখনও স্পষ্ট নয়। এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। চোখের নিমেষে লেলিহান শিখা গ্রাস করে গোটা বস্তিটাকেই। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সঙ্গে একের এক সিলিন্ডার বিস্ফোরণে শব্দ!  যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। তবে শেষ খবর অনুয়ায়ী, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি খতিয়ে ওই বস্তিতে এসেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।  তিনি জানান, ‘সিলিন্ডার বিস্ফোরণ ঘটছে, আগুন ছড়িয়ে পড়ছে। দমকলকর্মীরা জীবন বাজি রেখে কাজ করছে’।