বেড়ে চলেছে সাইবার প্রতারণাদের দৌরাত্ম্য। সাইবার প্রতারণার অভিযোগে দিল্লির জাকির নগর থেকে গ্রেফতার হয়েছেন এক যুবক। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়ার ছল করে এক মহিলার থেকে ৯০,০০০ টাকা প্রতারণা করে নিয়েছিল অভিযুক্ত যুবক। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম জুনেদ বেগ। ওই অভিযুক্ত সোশ্যাল মিডিয়ায় বেছে বেছে বেশি ফলোয়ার সম্পন্ন অ্যাকাউন্ট গুলোর বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতেন। ফলে রিপোর্ট হওয়া অ্যাকাউন্ট ব্লক হয়ে যেত। ব্যবহারকারীরা নিজের হাই প্রোফাইল অ্যাকউন্ট ফিরে পাওয়ার তাগিদে অর্থ খরচ করতেও পিছু পা হতেন না। ফলে তাঁদের থেকে হাজার হাজার টাকা নিতেন জুনেদ। সেই সমস্ত ব্লক হওয়া অ্যাকাউন্ট আনব্লক করে দেওয়ার অজুহাতে। প্রথমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট, পরে সেই আইডি আনব্লক করার অনুজাতে মোটা টাকার ফাঁদ, এভাবাই নিজের প্রতারণার ব্যবসা ফেঁদেছিলেন জুনেদ। গুজরাতের দ্বারকা নিবাসী এক মহিলা জুনেদের বিরুদ্ধে থানায় সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন দ্বারকা থানার পুলিশ। জুনেদের সমস্ত জারিজুরি ফাঁস হয়। দিল্লির জাকির নগর থেকে গ্রেফতার জুনেদ বেগ।