কলকাতা

বিচ্ছেদের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপন মানেই প্রতারণা নয়, জানাল কলকাতা হাইকোর্ট

যদি কোনও ব্যক্তি প্রথম বিয়ের বিচ্ছেদের পর বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে কোনও মহিলার সঙ্গে সহবাস করেন। তাহলে তা প্রতারণার ঘটনা বলে অভিযোগ করা যাবে না। কারণ যে মহিলার সঙ্গে তিনি সহবাস করেছেন তিনি অজানা ভবিষ্যতের কথা জেনেই ওই সম্পর্কে সম্মতি দিয়েছিলেন। তাই এক্ষেত্রে পুরুষটির দিকে অভিযোগের আঙুল তোলা যায় না বলে জানাল কলকাতা হাইকোর্ট । এই সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়ে অভিযুক্ত ব্যক্তির পক্ষে রায় দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, একজন ব্যক্তি এক মহিলাকে জানান যে তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেই তাঁকে বিয়ে করবেন। এরপর ওই ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করতে শুরু করেন মহিলাটি। কিছুদিন পরে এক কন্যা সন্তানের বাবা ওই ব্যক্তি জানান, সামাজিক পরিস্থিতির কথা ভেবে তিনি প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করতে পারছেন না। এরপরই নিন্ম আদালতে ওই ব্যক্তির নামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের জেরে প্রতারণার মামলা করেন মহিলাটি। ভারতীয় দণ্ডবিধির ৪১৭ ও ৩৭৬ ধারায় এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতে নিন্ম আদালতের বিচারক অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ১০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। এর মধ্যে ৮ লক্ষ টাকা ওই মহিলাকে এবং ২ লক্ষ টাকা রাজ্যের কোষাগারে জমা দিতে বলেন। নিন্ম আদালতের এই নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি।