খেলা দেশ

‘ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি’, দয়া করে আমাদের ‘মন কি বাত’ শুনুন, প্রধানমন্ত্রীকে আর্জি সাক্ষীদের

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে আন্দোলন তীব্র হচ্ছে। এমনকি, এই ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় কুস্তিগীরদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাতও ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। কারণ, WFI সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ থাকলেও, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি মোদী সরকার। উল্টে, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করেনি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। বুধবার এ নিয়ে সুর চড়িয়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগটদের মতো তারকা কুস্তিগীররা। রামলীলা ময়দানে সাংবাদিক বৈঠকে ২০১৬ রিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী স্যর বারবার করে ‘বেটি বাঁচাও’ এবং ‘বেটি পড়াও’-এর কথা বলেন। ‘মন কি বাত’ বলেন। তিনি কি আমাদের ‘মন কি বাত’ শুনতে পাচ্ছেন না?এখানেই না থেমে সাক্ষী মালিক বলেন, ‘পদক জেতার পর উনি নিজের বাড়িতে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রত্যেককে সম্মান জানিয়ে নিজের মেয়ে বলে আমাদের পরিচয় দিয়েছিলেন। আজ, তাঁর কাছে আবেদন, আমাদের ‘মন কি বাত’ শুনুন। আমাদের দেখা করার জন্য আপনি সময় দিন। আপনার দলের সাংসদ এবং কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা করেছেন। এই ঘটনা আপনাকে জানাতে চাই আমরা।’মজার বিষয় হল, যখন সাক্ষী মালিকেরা নিজের মনের কথা জানানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছেন, ঠিক সেসময়ই মোদীর ১০০-তম ‘মন কি বাত’ অনুষ্ঠানের জন্য সারাদেশে জোর প্রচার চালাচ্ছে কেন্দ্র।এদিন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন আন্দোলনরত মহিলা কুস্তিগীররা। সাক্ষী মালিক বলেন, ‘আমি স্মৃতি ইরানিকে প্রশ্ন করতে চাই, তিনি এখন নীরব হয়ে রয়েছেন কেন?’অভিযোগের সুরে তিনি বলেন, ‘গত চার দিন ধরে আমরা রাস্তায় শুয়ে রয়েছি। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। দিল্লি পুলিশ আমাদের খাবার বা অনুশীলন করার অনুমতি পর্যন্ত দিচ্ছে না। আপনি এখনও নীরব কেন? আমি শুধু বলতে চাই যে – আপনি একবার এখানে আসুন, আমাদের কথা শুনুন। আমাদের সমর্থন করুন।’এর মধ্যেই এদিন কুস্তিগীরদের ধরনা অবস্থানে যান জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। প্রবল ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বিরাট লজ্জার ব্যাপার। যে আ্যাথলেটরা বিশ্ব ক্রীড়া আঙিনায় ভারতকে একের পর এক পদক এনে দিয়েছেন, দেশকে সম্মানিত করেছেন, আজ তাঁরাই ন্যায়বিচার চেয়ে পথে বসে রয়েছেন।‘ মোদী সরকারের দিকে স্পষ্ট কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, ‘আমাদের এই মেয়েরাই যখন পদক জিতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উড়িয়ে দেন, তখন চা পানের আসরে আমন্ত্রণ জানিয়ে আমরা তাঁদের সঙ্গে ছবি তুলি! আজ তাঁরাই রাস্তার ধুলোয়! লজ্জায় আমাদের ডুবে মরা উচিত।’