রাজ্যে চুক্তিবদ্ধ Data Entry Operator-দের পরে এবার পুলিশে কর্মরত চুক্তি ভিত্তিক গাড়ি চালকদের পালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার এই রাজ্য পুলিশ ও নানা কমিশনারেটে কর্মরত চুক্তি ভিত্তিক গাড়ি চালকদের বেতন বাড়ানোর পদক্ষেপ করল। সব থেকে বড় কথা এই ঘোষণা এপ্রিল মাসের শেষ দিকে সামনে এলেও তা লাগু হয়ে যাচ্ছে ১ এপ্রিল থেকেই। অর্থাৎ নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই। গত বছর ডিসেম্বর মাসে এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছিল নবান্নে। রাজ্যের অর্থ দফতরের সম্মতি মেলার পর Police Establishment Branch থেকে গত ২৫ এপ্রিল কলকাতা ও রাজ্য পুলিশের কর্তাদের এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এতদিন কলকাতা পুলিশে কর্মরত একজন চুক্তিভিত্তিক চালক সাড়ে ১১ হাজার টাকা বেতন পেতেন। ১ এপ্রিল থেকে তিনি পাবেন সাড়ে ১৩ হাজার টাকা। পাশাপাশি, রাজ্য পুলিশে চুক্তিতে কর্মরত গাড়িচালক বেতন বৃদ্ধির পর ১৫ হাজার টাকা বেতন পাবেন বলে জানা গিয়েছে।