মালদার ঘটনার পর স্কুলে সুরক্ষায় দারোয়ান নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক চলাকালীন এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। তার পরপরই তৎপরতা শুরু হয়েছে নবান্নের অন্দরে। কিভাবে রাজ্যজুড়ে ৯ হাজারেরও বেশি স্কুলে দারোয়ান নিয়োগ করা যেতে পারে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বুধবারের অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন “স্কুলে স্কুলে কিভাবে দারোয়ান নিয়োগ করা যেতে পারে তা নিয়ে ভাবনার দরকার আছে।”