ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান সভাপতি ব্রিজ ভূষণ শরণ-সিং-এর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে এখনই আন্দোলন থামাতে রাজি নন আন্দোলনরত কুস্তিগীররা। শুক্রবার দিল্লি পুলিশের পক্ষ থেকে শীর্ষ আদালতে জানিয়ে দেওয়া হয়েছে, ব্রিজ ভূষণের বিরুদ্ধে তারা মামলা শুরু করছে। এরপর আন্দোলনরত কুস্তিগীরদের পক্ষ থেকে বলা হয়েছে। দেশের সুপ্রিম কোর্টের ওপর সম্পূর্ণ আস্থা ও ভরসা তাঁদের আছে। তবুও ব্রিজ ভূষণ শরণ সিং-কে যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে এবং তাঁর সমস্ত পদ থেকে অপসারণ এবং খারিজ করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।