আর্থিক মন্দার জেরে বড় সড় স্বস্তি দিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার সপ্তাহের প্রথম দিনেই বিশ্ববাজারে অপরিশোদিত জ্বালানি তেলের দাম ব্যারেল পিছু ৮০ ডলারের নিচে নেমে এসেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়াতে পারে এমন সম্ভবনা্য় খোলাবাজারে তেলের দাম কমেছে।